আহলে শুরা - খুলনা তাবলীগী মারকায
৪১০৭. Question
আমাদের খুলনা জেলার তাবলীগী মারকায মসজিদটি শহরের আবাসিক এলাকায় অবস্থিত। মসজিদের পূর্ব পাশে বড় মাঠ রয়েছে। সেখানে ঈদের নামায ও জানাযার নামায আদায় করা হয়। মারকায হওয়ার কারণে প্রতি বৃহস্পতিবার এবং বিশেষ মাশওয়ারার দিনগুলিতে বহু মানুষের জমায়েত হয়। এসব দিনে মাগরিব, এশা ও বাদ ফজর বয়ান ও তা‘লীমের আমল হয়ে থাকে। এ সময় জানাযা আসলে জানাযার নামায আদায়ের জন্য সবাই বাহিরে গেলে মারকাযী আমলে কিছুটা ইনতেশার পয়দা হয় এবং মজমা জমাতে বেশ সময় লেগে যায়।
এখন আমাদের জানার বিষয় হল উক্ত জরুরতের কারণে কেবল ঐ দিনগুলিতে আমরা জানাযার নামায মসজিদে আদায় করতে পারবো কি না?
উল্লেখ থাকে যে, মেহরাবের সাথে একটা দরওয়াজা আছে এবং পশ্চিম পাশে এতটুকু জায়গা আছে যে মাইয়েত ও ইমাম সাহেবসহ এক কাঁতার মুসল্লী দাঁড়াতে পারে।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু মসজিদের বাইরে লাশ রাখা এবং ইমাম ও এক কাতার মুসল্লী বাইরে দাঁড়ানোর জায়গা আছে তাই বিশেষ দিনগুলোতে প্রয়োজনে
এভাবে জানাযা পড়লে তা মাকরূহ হবে না। তবে লোকজন কম থাকলে সাধারণ অবস্থায় সকলেই বাইরে গিয়ে জানাযা পড়বে।
-সহীহ মুসলিম, হাদীস ৯৭৩; আত্তাজরীদ, ইমাম কুদূরী ৩/১১০৬; আলমাবসূত, সারাখসী ২/৬৮; শরহুল মুনয়া পৃ.৫৮৯; হালবাতুল মুজাল্লী ২/৬১৪; রদ্দুল মুহতার ২/২২৭