Shawal 1438 || July 2017

মঞ্জুরুল করীম - উত্তরখান, ঢাকা

৪১০৫. Question

রমযান মাসে তারাবীর সময় কোনো কোনো মুসল্লী ভাইকে দেখা যায়, ইমাম সাহেব রুকুতে যাওয়া পর্যন্ত বসে থাকেন। যখনই ইমাম সাহেব রুকুতে যান তখন তারা দ্রুত উঠে তাকবীর বেঁধে রুকুতে চলে যান। জানতে চাই এমনটি করা কি ঠিক?

Answer

নামায শুরু হওয়ার পর কোনো মুক্তাদীর জন্য সাথে সাথে শরীক না হয়ে রুকুতে যাওয়ার অপেক্ষায় বসে থাকা অলসতা ও উদাসীনতার লক্ষণ। নামাযে অলসতা ও উদাসীনতা মুমিনের শানের খেলাফ। তাই বিনা ওজরে এমনটি করা থেকে বিরত থাকা আবশ্যক।

উল্লেখ্য, অসুস্থতা, দুর্বলতা, বার্ধক্য ইত্যাদি ওজরের কারণে যদি কারো দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তবে সে বসেই তারাবী আদায় করতে পারে। আর কিছুটা দাঁড়াতে সক্ষম হলে কিছুক্ষণ দাঁড়িয়ে এবং কিছুক্ষণ বসেও পড়তে পারে। কিন্তু জামাতে অংশগ্রহণ না করে বসে থাকা এবং রুকুর সময় অংশগ্রহণ করা খুবই অপছন্দনীয় কাজ।

-আলমুহীতুল বুরহানী ২/২৬৪; শরহুল মুনয়া পৃ. ৪১০; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ.২২৭; রদ্দুল মুহতার ২/৪৮

Read more Question/Answer of this issue