আবু তাহের - লোহাগড়া, চট্টগ্রাম
৪১০৪. Question
বার বছর যাবৎ কাজের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে টেকনাফ যাতায়াত করছি। সফরে কসর করতে হয় এ মাসআলা আমি জানতাম। কিন্ত কখনো কখনো সফরের সময় তা আমার স্মরণ থাকত না। তাই পথিমধ্যে কোনো বাসস্ট্যান্ডে গাড়ি থামলে আসরের সময় হলে চার রাকাত, মাগরীব হলে তিন রাকাত আদায় করতাম।
হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমার জানা থাকা সত্ত্বেও এত বছর যাবৎ আমি যে চার রাকাত বা তিন রাকাত পড়েছি এর কী হুকুম? উক্ত নামাযগুলো আমাকে কি পুনরায় আদায় করে নিতে হবে? আমার তো সব স্মরণও নেই। বিস্তারিত জানালে খুশি হব।
Answer
সফর অবস্থায় চার রাকাত ফরয নামায দু’রাকাত পড়া ওয়াজিব। ইচ্ছাকৃত চার রাকাত পড়া গুনাহ। তবে চার রাকাত পড়ে নিলেও ফরয আদায় হয়ে যায়। আর ভুলবশত চার রাকাত পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হয়। তাই সামনে থেকে সতর্ক থাকবেন। আর চার রাকাত পূর্ণ করলে যেহেতু ফরয আদায় হয়ে যায় তাই পেছনের নামায নিয়ে দুঃশ্চিন্তা করবেন না। অবহেলাবশত যা হয়েছে তার জন্য তওবা-ইস্তিগফার করে নিবেন।
উল্লেখ্য, চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের কসর দুই রাকাত। কিন্তু তিন রাকাত বা দু’রাকাতবিশিষ্ট ফরযের কোনো কসর নেই। তাই সফর অবস্থাতেও মাগরিব তিন রাকাত এবং ফজর দু’রাকাতই পড়তে হবে।
-কিতাবুল আছল ১/২৩৫; আলমাবসূত, সারাখসী ১/২২৯; আলবাহরুর রায়েক ২/১৩০; আদ্দুররুল মুখতার ২/১২৮