নোমান হামীম - পরশুরাম, ফেনী
৪১০২. Question
আমি ফেনী থেকে সফর করে ঢাকায় আসছিলাম। আমাদের বাস যখন কুমিল্লা অতিক্রম করছিল তখন আসরের নামাযের সময় হয়ে যায়। বাসটি একটি মসজিদের পাশে থামে এবং যাত্রিদেরকে নামাযের জন্য সময় দেয়া হয়। আমরা নেমে সে মসজিদের মুকীম ইমামের পেছনে আসরের চার রাকাত নামায আদায় করি। নামায শেষে ইমাম সাহেব ঘোষণা করেন, নামায হয়নি, আবার পড়তে হবে। এদিকে আমাদের বাস ছাড়ার সময় হয়ে যায়। তাই আমরা দ্রুত গিয়ে বাসে উঠে যাই। জানার বিষয় হল, এখন আমরা উক্ত নামায কয় রাকাত কাযা করব?
Answer
উক্ত নামায সময়ের ভেতর পুনরায় পড়ে নেওয়ার সুযোগ থাকলে তাই করা উচিত ছিল। যেহেতু তা করা হয়নি এখন তা কাযা করতে হবে। আর উভয় অবস্থাতেই আপনাদেরকে দুই রাকাত পড়তে হবে। কেননা চার রাকাত পূর্ণ করা আবশ্যক হয়েছিল মুকীম ইমামের পেছনে ইক্তিদা করার কারণে। ইমামের নামায যেহেতু ফাসেদ হয়ে গেছে। তাই সকলের নামায ফাসেদ হয়ে গেছে। ফলে মুসাফিরদের জন্য কসরের হুকুমই পুনরায় বহাল হয়েছে। সুতরাং সফর অবস্থার দুই রাকাত নামাযের কাযা দুই রাকাতই পড়তে হবে।
-হালবাতুল মুজাল্লী ২/৫২২; আলবাহরুর রায়েক ২/১৩৪; ফাতহুল কাদীর ২/১২; শরহুল মুনয়া পৃ. ৫৪২; রদ্দুল মুহতার ২/১৩০