মুহসিন - মোমেনশাহী
৪১০১. Question
মাগরিবের নামাযে ৩য় রাকাতের রুকুর পূর্বে ইমামের সাথে শরীক হই। ইমাম সাহেব সালাম ফিরানোর পর যখন বাকি নামায পূর্ণ করছিলাম তখন ভুলে প্রথম রাকাতের বৈঠক না করেই দাঁড়িয়ে যাই। নামায শেষে সাহু সিজদাহ আদায় করিনি। এমতাবস্থায় আমার এ নামায কি পুনরায় পড়তে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ছুটে যাওয়া নামায আদায়ের সময় প্রথম রাকআতের পর বৈঠক করাই নিয়ম ছিল। কিন্তু এ বৈঠক যেহেতু নামাযের সাধারণ বৈঠকের মত নয় তাই তা ছুটে গেলে সাহু সেজদা দেওয়া আবশ্যক হবে না। এবং নামায হয়ে যাবে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে তা ছেড়ে দেওয়ার কারণে আপনার উপর সাহু সেজদা ওয়াজিব হয়নি। এবং ঐ নামায আদায় হয়ে গেছে, পুনরায় পড়তে হবে না।
ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন,
أَدْرَكَ مَسْرُوقٌ وَجُنْدبٌ رَكْعَةً مِنَ الْمَغْرِبِ، فَلَمَّا سَلَمَ الإِمَام قَامَ مَسْرُوقٌ فَأَضَافَ إلَيْهَا رَكْعَةً، ثُمَ جَلَسَ وَقَامَ جُنْدَبٌ فِيهَما جَمِيعًا، ثُمَ جَلَسَ فِي آخِرِهَا، فَذَكَرَ ذَلِكَ لِعَبْدِ اللهِ، فَقَالَ: كِلاَهُمَا قَدْ أَحْسَنَ، وَأَفْعَلُ كَمَا فَعَلَ مَسْرُوقٌ أَحَبُّ إلَيَ.
একদিন মাগরিবের নামাযে ইমাম সাহেব দুই রাকআত পড়ে ফেলার পর মাসরুক ও জুনদুব রাহ. নামাযে শরীক হলেন। তারা ইমামের সাথে এক রাকআত পড়ে বাকি নামায পূর্ণ করার জন্য দাঁড়ালেন। মাসরুক রাহ. এক রাকআত পড়ে বৈঠক করলেন। আর জুনদুব রাহ. প্রথম রাকআত পড়ে বৈঠক না করে দাঁড়িয়ে গেলেন এবং দ্বিতীয় রাকআতে বৈঠক করলেন। নামাযের পর তাঁরা উভয়ে আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর নিকট গিয়ে ঘটনা বর্ণনা করলেন। তখন ইবনে মাসউদ রা. বললেন, তোমরা উভয়েই যথানিয়মে নামায পড়েছ। তবে মাসরুক যে ভাবে নামায পড়েছে সেটি আমার নিকট বেশি পছন্দনীয়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৮৫৬৯)
-কিতাবুল আসার (১৩০); বাদায়েউস সনায়ে ১/৫৬৭; শরহুল মুনয়া পৃ. ৪৬৮; আলবাহরুর রায়েক ১/৩৭৯; রদ্দুল মুহতার ৩/৬৪৪