Rajab 1438 || April 2017

সাইফুল ইসলাম - মালিবাগ, ঢাকা

৪০৫২. Question

আমার ভাই ছোটবেলা থেকেই পাগল। সম্প্রতি আমার বাবা মারা গিয়েছেন। সম্পত্তি বণ্টনের সময় আমরা ঐ ভাইকে মীরাছ দিয়েছি। সে প্রায় ১ লক্ষ টাকা পেয়েছে। এখন জানতে চাই, তার উপর কি যাকাত ফরয হবে?

 

 

Answer

নাআপনার উক্ত ভাইয়ের উপর যাকাত ফরয নয়। তার সম্পদের যাকাত দিতে হবে না। কেননা পাগল ব্যক্তির উপর যাকাত ফরজ হয় না। 

-আলমাবসূত, সারাখসী ২/১৬২; বাদায়েউস সনায়ে ২/৮২; ফাতহুল কাদীর ২/১১৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২

Read more Question/Answer of this issue