Jumadal Ula 1438 || February 2017

মুহাম্মাদ বশির উদ্দিন - ঝালকাঠি, বরিশাল

৪০০৫. Question

) এক ব্যক্তির ছেলে খুব অসুস্থ ছিল। এক পর্যায়ে সে মানত করল যে, আমার সন্তান সুস্থ হলে একটা কুরবানী করব। এখন সে একটা গরুতে মানতের একভাগ দিতে চাচ্ছে। গরুতে অন্যদের কুরবানীর অংশ আছে। এভাবে কুরবানী করা কি জায়েয হবে?

) আর মানতের কুরবানী করার পর ব্যক্তিকে নিজ কুরবানীও কি আদায় করতে হবে? নাকি মানতের দ্বারাই তার নিজের কুরবানীও আদায় হয়ে যাবে?

 


Answer

হাঁকুরবানীর গরুতে মানতের অংশ দেওয়া জায়েয হবে এবং এর দ্বারা কুরবানী  মানতসবই আদায় হবে।

প্রশ্নোক্ত ক্ষেত্রে মানতের জন্য আপনাকে একটি কুরবানী দিতে হবে। আর আপনার উপরকুরবানী ওয়াজিব হলে আপনাকে ভিন্ন করে আরেকটি কুরবানীও দিতে হবে।

-বাদায়উেস সনায়ে ৪/২০৯, ১৯৪; রদ্দুল মুহতার ৬/৩২৬; আলমুহীতুল বুরহানী ৮/৪৬০

Read more Question/Answer of this issue