Jumadal Ula 1438 || February 2017

মুহাম্মাদ আল আমিন - বাকেরগঞ্জ, বরিশাল

৪০০২. Question

আমাদের কাফেলার কয়েকজন মুযদালিফা থেকে মিনায় না গিয়ে সরাসরি মক্কায় চলে গেছে। মক্কায় গিয়ে তাওয়াফে যিয়ারত করেছে। অথচ তারা কংকর মারেনি, হালালও হয়নি। কারণে তাদের কি দম দিতে হবে? তাদের তাওয়াফে যিয়ারত কি আদায় হয়েছে?

 


Answer

হাঁতাদের তাওয়াফে যিয়ারত আদায় হয়েছে। তবে কংকরকুরবানী  হলক করার আগেতাওয়াফ করার কারণে মাকরূহ হয়েছে। সুন্নত হলমুযদালিফা থেকে এসে আগে কংকর মারাএরপর কুরবানী করে হলক করে তাওয়াফে যিয়ারত করা। 

-মানাসিক, মোল্লা আলি আলকারি পৃ. ২৩৩; গুনয়াতুন নাসিক পৃ. ১৭৮; রদ্দুল মুহতার ২/৫১৭

Read more Question/Answer of this issue