Jumadal Ula 1438 || February 2017

মুহাম্মাদ ইমরান - রায়পুর, লক্ষ্মীপুর

৩৯৯৪ . Question

এক ব্যক্তি নফল রোযা রেখেছিল। পরে রোযার কথা ভুলে গিয়ে খানা খেয়ে ফেলেছিল। স্মরণ হওয়ার পর আর খায়নি। তার রোযা কি হবে? একজন বলছে, ফরয রোযায় ভুলে খেলে রোযা নষ্ট হয় না। কিন্তু নফল রোযায় ভুলে খেয়ে নিলে রোযা হয় না। কথা কি সহীহ?

 


Answer

রোযা নফল হোক বা ফরয ভুলে খেয়ে নিলে রোযা ভাঙ্গে না। নফল রোযায় ভুলে খেলে রোযা ভেঙ্গেযায় প্রশ্নের  কথা ঠিক নয়। তাই  ব্যক্তির রোযাটি সহীহ হয়েছে। 

-মাবসূত, সারাখসী ৩/৬৫; আদ্দুররুল মুখতার ২/৩৯৪, ৪০০

Read more Question/Answer of this issue