Jumadal Ula 1438 || February 2017

সাঈদ - বাসাবো, ঢাকা

৩৯৮৬. Question

মাঝেমধ্যে আমি নামাযের কোনো রাকাতে একটি সিজদা করে অপর সিজদাটি করতে ভুলে যাই। এখন জানতে চাই, এমন হলে আমার কী করণীয়?

 

 

 

Answer

নামাযের কোনো রাকাত থেকে যদি একটি সিজদা ছুটে যায় তাহলে নামাযের মধ্যে যখনই স্মরণ হবে সিজদাটি আদায় করে নিবেন এবং নামায শেষে সাহু সিজদা করবেন। 

-শরহুল মুনইয়াহ ২৯৭; কিতাবুল আছল ১/২০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮১; বাদায়েউস সানায়ে ১/৪০১; রদ্দুল মুহতার ১/৪৬২

Read more Question/Answer of this issue