হাবিব আহসান - চাষাড়া, নারায়ণগঞ্জ
৪০২০. Question
গত কয়েক মাস আগে আমার স্ত্রী মারা যায়। এরপর আমি নতুন বিবাহ করি। জানতে চাই, আমার প্রথম স্ত্রীর মা তথা প্রথম শাশুড়ির সাথে এখন কি দেখা করতে পারব? সঠিক উত্তর জানালে উপকৃত হব।
Answer
স্ত্রী বেঁচে থাক বা না থাক সর্বাবস্থায় স্ত্রীর মা মুহাররামাতের অন্তর্ভুক্ত। তাই আপনার ঐ শাশুড়ির সাথে এখনও দেখা করতে পারবেন।
-মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ১০৮২১; কিতাবুল আছল ৪/৩৬১; মাবসূত, সারাখসী ৪/১৯৯; খুলাসাতুল ফাতাওয়া ২/৬; আদ্দুররুল মুখতার ৩/৩০