Jumadal Akhirah 1438 || March 2017

ইমরান হুসাইন - কাজলা, যাত্রাবাড়ি

৪০১৭. Question

গত বছর একটি ঘটনাকে কেন্দ্র করে আমি রমযানের শেষ দশকে ইতিকাফের মানত করি। কিন্তু অসুস্থতার দরুণ গতবার তা করতে পারিনি। এবার রমযানে আমি ইতিকাফ করেছি। এর দ্বারা কি আমার সেই মানত পুরা হয়েছে? নাকি সেই ইতিকাফ ভিন্ন করে কাযা করতে হবে?

Answer

পরবর্তী রমযানে ইতিকাফ করার দ্বারা আপনার উক্ত মানত পুরো হয়নি। কারণ নির্দিষ্ট রমযানে যেহেতু আপনি ইতিকাফ করতে পারেননি তাই তা কাযা হয়ে গেছে। আর কাযা ইতিকাফ রমযানের বাইরে পৃথক রোযা রেখে আদায় করতে হয়।

অতএব আপনাকে ঐ মানত পুরো করার জন্য রমযান ছাড়া অন্য মাসে রোযা রেখে আদায় করতে হবে।

-মাবসূত, সারাখসী ৩/১২১; বাদায়েউস সানায়ে ২/২৭৯; আলমুহীতুল বুরহানী ৩/৩৮৩; আদ্দুরুল মুখতার ২/৪৪৩

Read more Question/Answer of this issue