Jumadal Akhirah 1438 || March 2017

ফখরুল হাসান - শাহরাস্তি, চাঁদপুর

৪০১৬. Question

আমার বাড়ীতে ঘর করা জরুরি। তাই ঘর করার জন্য আমি কিছু কিছু করে টাকা জমাচ্ছি। এখন আমার ঘর করতে চার থেকে পাঁচ লাখ টাকার মত লাগে। কিন্তু আমি গত দুই বছরে প্রায় দেড় লাখ টাকার মত জমিয়েছি। ইচ্ছা হল দুই বা আড়াই লাখ টাকা হলে ঘর করা শুরু করবো, বাকি নগদে মিলিয়ে। এখন প্রশ্ন হল, আমার এই জমাকৃত টাকার উপর কি যাকাত দিতে হবে?

 

Answer

জমাকৃত টাকাগুলো যদি নেসাব পরিমাণ হওয়ার পর বছর অতিক্রান্ত হওয়ার আগেই এর  দ্বারা নির্মাণ সামগ্রী কিনে ফেলা হয় তাহলে তার আর যাকাত দিতে হবে না। তবে নেসাবের উপর বছর পুরা হওয়ার কাছাকাছি হয়ে গেলে যাকাত থেকে বাঁচার জন্য এমনটি করা হলে তা অন্যায় হবে। আর বাড়ী বানানোর জন্য জমাকৃত টাকা নেসাব পরিমান হলে এবং বছর অতিক্রান্ত হয়ে গেলে এর যাকাত দিতে হবে। বছর অতিক্রান্ত হওয়া পর তা খরচ করে ফেললেও ঐ যাকাত মাফ হবে না।

-বাদায়েউস সনায়ে ২/১০১; আদ্দুররুল মুখতার ২/২৯৮; আলবাহরুর রায়েক ২/২২৬

Read more Question/Answer of this issue