Jumadal Ula 1438 || February 2017

মুহাম্মাদ রুম্মান - হাতিয়া, নোয়াখালী

৩৯৭৩ . Question

 

আমি জনৈক আলেমকে বলতে শুনেছি যে, জুমা ঈদের সময় খতীব সাহেবের জন্য ডান-বাম দিকে চেহারা ফিরিয়ে খুতবা দেওয়া সুন্নত তরীকা নয়। সুন্নত তরীকা হল সামনের মুসল্লিদের দিকে ফিরে খুতবা দেওয়া। জানার বিষয় হল, আলেমের কথা কি ঠিক?


Answer

হাঁ আলেম ঠিক বলেছেন। খুতবার সময় ডানে বামে চেহারা না

 ঘুরিয়ে সামনের দিকে ফিরে খুতবাদেওয়া  সুন্নত।

-আলমুগনী, ইবনে কুদামা ৩/১৭৮; কিতাবুল উম্ম ১/২৩০; মাআরিফুস সুনান ৪/৩৬৫; উমদাতুল কারী ৬/২২১; রদ্দুল মুহতার ২/১৪৯

Read more Question/Answer of this issue