Rabiul Auwal 1438 || December 2016

কাজী আবু বকর - নাঙ্গলকোর্ট, কুমিল্লা

৩৯৪০. Question

 

বছর খানেক হয়ে গেছে খালেদের  শ্বশুর মারা যায়। এখন খালেদের বাবা তার শাশুড়িকে বিয়ে করতে চাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে তাদের পরস্পরে বিবাহ কি বৈধ হবে?


 

Answer

খালেদের শাশুড়ি যেহেতু তার পিতার মাহরাম নয় তাই তার শাশুড়ির সাথে তার পিতার বিবাহ জায়েয আছে।

-আল ফাতাওয়াল খাইরিয়্যাহ ১/৩৯; ফাতহুল কাদীর ৩/১২০; রদ্দুল মুহতার ৩/৩১

Read more Question/Answer of this issue