Muharram 1438 || October 2016

আমীনুল ইসলাম - সিলেট

৩৮৫৬. Question

আমাদের এক আত্মীয় মারা যাওয়ার পর তার ঘরের লোকেরা তার  নখ কেটে দেয়। এভাবে তাদের জন্য মৃতব্যক্তির নখ কাটা জায়েয হয়েছে কি? এমনিভাবে মৃতব্যক্তির গোঁফ চুল ইত্যাদি কাটা জায়েয আছে কি?

 


Answer

মৃত ব্যক্তির গোঁফচুলনখ ইত্যাদি কাটা জায়েয নয়। ইবনে সিরীন রাহ. থেকে বর্ণিততিনি বলেন,لَا يُؤْخَذُ مِنْ شَعْرِ الْمَيِّتِ، وَلَا مِنْ أَظْفَارِهِ

মৃতব্যক্তির চুল ও নখ কাটা যাবে না। (মুসান্নাফে আবদুর রাযযাকহাদীস ৬২২৮)

তাই মৃত লোকটির নখ টাকা ঠিক হয়নি।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৮; বাদায়েউস সানায়ে ২/২৬; আলমুহীতুল বুরহানী ৩/৪৯

Read more Question/Answer of this issue