Shaban-Ramadan 1437 || May-June 2016

মাহমুদ - যশোর

৩৭১২. Question

রোযা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে কি?

 


Answer

জীরোযা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে। এতে রোযার কোন ক্ষতি হবে না। এমনকি ঔষধের স্বাদ বা তিক্ততা গলায় অনুভূত হলেও অসুবিধা নেই। হাদীস শরীফে এসেছে যেহযরত আনাস রা. রোযা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করতেন।

Ñসুনানে আবুদাউদ, হাদীস ২৩৭৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৯৩৮৭; কিতাবুল আসল ২/১৭১; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ২/২৪৪

Read more Question/Answer of this issue