Shaban-Ramadan 1437 || May-June 2016

মুনিরুল ইসলাম - মঙ্গলকোট, যশোর

৩৭০৩. Question

ক. যারা তাবলীগে লম্বা সময়ের জন্য সফরসম দূরত্বে বের হয় তারা মুসাফির কি না?

খ. চিল্লা চলাকালীন সময়ে কোনো কাজে কেউ যদি বাড়িতে যায় এবং বাড়িতে ১-২ দিন থাকে তাহলে ঐ ১-২ দিনের জন্য মুকীম হবে কি না?

 

 


Answer

ক. কেউ সফরসম দূরত্বের জন্য বের হলে নিজ এলাকা ত্যাগ করার পর থেকে পথিমধ্যে  সে মুসাফির থাকবে। আর গন্তব্যে পৌঁছে কোনো এক গ্রাম নির্দিষ্ট না করে একাধিক গ্রামের মসজিদে ১৫ দিন বা তার বেশি অবস্থানের নিয়ত করলে গন্তব্যস্থলেও সে মুসাফির থাকবে। তদ্রƒপ শহর ও শহরতলী মিলে ১৫ দিন বা তার বেশি অবস্থানের নিয়ত করলেও সে মুসাফির থাকবে। অবশ্য যদি এক গ্রাম বা এক শহরেরই মসজিদে মিলে এক নাগাড়ে ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত করে তাহলে সেক্ষেত্রে ঐ গ্রাম বা শহরে সে মুকীম গণ্য হবে।

খ. চিল্লা চলাকালীন সময়ে কেউ মুসাফির থাকা অবস্থায় ১/২ দিন বা অল্প সময়ের জন্যও যদি বাড়িতে যায় তাহলে নিজ এলাকায় প্রবেশের সাথে সাথেই মুকীম হয়ে যাবে। এবং নিজ এলাকা ত্যাগ করা পর্যন্ত পূর্ণ নামায আদায় করবে। Ñআলআসল ১/২৩৩বাদায়েউস সানায়ে ১/২৭০৭৯আলবাহরুর রায়েক ২/১৩২রদ্দুল মুহতার ২/১২৪২৬

Read more Question/Answer of this issue