Rajab 1437 || April 2016

মুহাম্মাদ আবু সাঈদ - মোমেনশাহী

৩৬৫৮. Question

ইস্তেঞ্জায় যাওয়ার আগে বিসমিল্লাহ পড়া কি সুন্নত? দলিলসহ জানালে উপকৃত হব।

 


Answer

ইস্তেঞ্জাখানায় প্রবেশের আগে যে দুআটি পড়া হয়কোনো কোনো বর্ণনায় এর শুরুতে বিসমিল্লাহ পড়ার কথাও আছে। তাই দুআটি এভাবে পড়া উত্তমÑ

بسم الله، اللهم إني أعوذ بك من الخبث والخبائث


Ñমুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৫; আদ্দুররুল মুখতার ১/১০৮; ফাতাওয়া খানিয়া ১/৩২; আলবাহরুর রায়েক ১/১৮; তাবয়ীনুল হাকায়েক ১/৩৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৬

Read more Question/Answer of this issue