Jumadal Akhirah 1437 || March 2016

আয়েশা - নেত্রকোণা

৩৬২২. Question

নামাযে মহিলাদের জন্য কান ঢেকে রাখতে হবে কি না?

 


Answer

হাঁমহিলাদের জন্য নামাযে কান ঢেকে রাখা আবশ্যক। কেননানামাযে মহিলাদের কান সতরের অন্তর্ভুক্ত। তাই নামাযের মধ্যে কোনো কানের চার ভাগের একভাগ তিন তাসবীহ পরিমাণ সময় খোলা থাকলে নামায নষ্ট হয়ে যাবে। 

-ফাতাওয়া হিন্দিয়া ১/৫৯; শরহুল মুনইয়াহ ২১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৪; আলবাহরুর রায়েক ১/২৭১; রদ্দুল মুহতার ১/৪০৮, ৪০৯

Read more Question/Answer of this issue