Jumadal Ula 1437 || February 2016

মুহাম্মাদ আরিফুল ইসলাম - বড় মসজিদ, পাবনা

৩৫৭৯. Question

সুতরার সর্বনিম্ন পরিমাণ কতটুকু?


Answer

সুতরা কমপক্ষে একহাত পরিমাণ হওয়া উচিত। আয়েশা রা. থেকে বর্ণিততিনি বলেনরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুতরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে (সেটা কতটুকু হবে) তিনি বললেনহাওদার লাঠির মতো। -সহীহ মুসলিমহাদীস ৫০০

আর আতা রাহ. বলেনহাওদার লাঠির দৈর্ঘ্য হলএক হাত বা তার চেয়ে বেশি।

-সুনানে আবু দাউদ, হাদীস ৬৮৬; আলমাবসূত ১/১৯০; উমদাতুল কারী ৪/২৬৭; আল বাহরুর রায়েক ২/১৭; শরহুল মুনইয়াহ ৩৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৪

Read more Question/Answer of this issue