Rabiul Auwal-Rabiul Akhir 1437 || January 2016

মাহমুদুল হাসান - সোনাইমুড়ি, নোয়াখালী

৩৫৫৯. Question

আমার ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত। আমার আব্বাও তাদেরকে আর্থিক সহযোগিতা করে আসছেন। এ বছর আব্বার ইচ্ছা ছিল, আব্বার যাকাতের টাকা তাদেরকে দিবেন। কিন্তু আব্বার এক বন্ধু বললেন, আপন বোনকে তো যাকাত দেওয়া যাবে না। তাই আব্বা আর তাদেরকে যাকাত দেননি। এখন আমার জানার বিষয় হল, ঐ লোকের কথা কি ঠিক? আপন বোনকে কি যাকাত দেওয়া যায় না?


Answer

ঐ লোকের কথা ঠিক নয়। আপনার ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত হলে আপনার আব্বা তাকে যাকাতের টাকা দিতে পারবেন।

যুবাইদ রাহ. বলেনআমি ইবরাহীম নাখায়ী রাহ.-কে জিজ্ঞাসা করলামআপন বোনকে কি যাকাত দেওয়া যায়তিনি বললেনহাঁ। -মুসান্নাফ ইবনে আবী শাইবাহাদীস ১০৬৪০

এ ধরনের আত্মীয়-স্বজন যাকাত গ্রহণের উপযুক্ত হলে তারাই বেশি হকদার এবং তাদেরকে দেওয়া বেশি সওয়াব। তাবেয়ী যাহহাক রাহ. বলেনযদি তোমার অভাবী আত্মীয়-স্বজন থাকে তবে তারাই তোমার যাকাতের বেশি হকদার। 

-প্রাগুক্ত, হাদীস ১০৬৩৯; কিতাবুল আছল ২/১২৪; আলবাহরুর রায়েক ২/২৪৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২

Read more Question/Answer of this issue