Rabiul Auwal 1431 || March 2010

মুহাম্মাদ ঈসা নূর - মাদারীপুর

১৮৯৫. Question

কোনো মসজিদে একবার তারাবী হয়ে গেলে পুনরায় তারাবীর জামাত করা সহীহ কি না?

Answer

মসজিদে তারাবীর দ্বিতীয় জামাত করাও মাকরূহ।

ফাতাওয়া হিন্দিয়া ১/১১৬; ফাতাওয়া খানিয়া ১/২৩৪; শরহুল মুনইয়াহ পৃ. ৪০৮

Read more Question/Answer of this issue