Zilqad 1436 || September 2015

আলী মুর্তজা - ইনানী, কক্সবাজার

৩৪৬৩. Question

আগাম বিক্রির ক্ষেত্রে ক্রেতার জন্য বিক্রেতা থেকে চুক্তিকৃত পণ্য আদায় করা পর্যন্ত কোনো কিছু বন্ধক রাখা জায়েয হবে কি?


Answer

আগাম বিক্রির ক্ষেত্রে বিক্রেতা থেকে কোনো কিছু বন্ধক রাখা জায়েয আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.আব্দুল্লাহ ইবনে উমর রা.ইবরাহীম নাখায়ী রাহ.শাবী রাহ.প্রমুখ সাহাবা-তাবেয়ী থেকে বর্ণিত আছেতাঁরা বলেনআগাম বিক্রিতে বিক্রেতা থেকে বন্ধক নিলে তাতে কোনো অসুবিধা নেই। Ñমুসান্নাফে আব্দুর রাযযাকহাদীস ১৪০৮৬১৪০৮৭১৪০৯০কিতাবুল আসারহাদীস ৭৪২সুনানে কুবরা বাইহাকী ৬/১৯

তবে ক্রেতার জন্য ঐ বন্ধক থেকে কোনোভাবে উপকৃত হওয়া বৈধ হবে না।Ñকিতাবুল আছল ২/৩৮৩ফাতাওয়া হিন্দিয়া ৫/৪৪৯শরহুল মাজাল্লাহ ৩/২১২রদ্দুল মুহতার ৬/৪৮২ 

Read more Question/Answer of this issue