মুহাম্মাদ খালেদ - যাত্রাবাড়ি, ঢাকা
১৫৭৫. Question
আমাদের এলাকার জনৈক মুরববী অযুতে হাত কনুই থেকে ধোয়া শুরু করেন। হাত ধোয়ার সঠিক নিয়ম কি? সঠিক মাসআলা জানালে উপকৃত হব।
Answer
অযুতে হাত ধোয়ার সুন্নত নিয়ম হল, আঙ্গুলের দিক থেকে ধোয়া। কনুই এর দিক থেকে ধোয়া সুন্নত নিয়ম নয়।
-সহীহ বুখারী ১/২৮; বাদায়েউস সানায়ে ১/১১৪