Jumadal Ula 1430 || May 2009

মুহাম্মাদ জুনায়েদ বিন আবদুশ শাকুর - জকিগঞ্জ, সিলেট

১৫৫৮. Question

বাজারে যে নূরানী হাফেজী কুরআন মজীদ পাওয়া যায় তার উপরে প্লাস্টিকের কভার থাকে। বিনা অযুতে কি এই কভারের উপর দিয়ে কুরআন মজীদ স্পর্শ করা যাবে?

 


Answer

না, অযু ছাড়া এই কভারের উপর স্পর্শ করা যাবে না।

-রদ্দুল মুহতার ১/১৭৩-১৭৪; ইমদাদুল ফাত্তাহ পৃ. ১৪৬

Read more Question/Answer of this issue