সেলিম মেহদী - ওয়েব থেকে প্রাপ্ত
৩২৭২. Question
ইশার নামাযে ইমাম সাহেব সূরা তীন তিলাওয়াতের সময়
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ এরপর إِلَّا الَّذِينَ পড়া আরম্ভ করলেন। এতে কি নামাযের কোনো ক্ষতি হবে? জানালে উপকৃত হব।
Answer
উক্ত আয়াত ভুলে ছুট যাওয়ার কারণে নামাযের কোনো ক্ষতি হয়নি। কারণ এতে অর্থের বিকৃতি ঘটেনি। সুতরাং নামায সহীহভাবে আদায় হয়েছে।
-আদ্দুররুল মুখতার ১/৬৩২