মুহাম্মাদ হাবীবুল্লাহ - সিলেট
৩১৪৫. Question
আমাদের মসজিদের জায়গা মোট চার শতক। কিন্তু মসজিদের জন্য ব্যবহার হচ্ছে কেবল দুই শতক। বাকি দুই শতক অনেক দিন ধরে পাশের কবরস্থানের জন্য ব্যবহার করা হচ্ছে। বর্তমানে মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদ আরো বড় করা দরকার। তাই এখন জানার বিষয় হল, কবরস্থানের ঐ দুই শতক জায়গায় কি মসজিদটি সম্প্রসারণ করা জয়েয হবে?
Answer
প্রশ্নের বিবরণ অনুযায়ী কবরস্থানের ঐ দুই শতক জায়গাটুকু যেহেতু মসজিদের, কবরস্থানের নয় তাই কর্তৃপক্ষ তাতে মসজিদ সম্প্রসারণ করতে পারবে। এক্ষেত্রে ঐ জায়গায় যেসব কবর রয়েছে সেগুলো সমান করে দিয়ে এর উপর মসজিদ নির্মাণ করবে।
-আলআশবাহ ওয়াননাযাইর ২/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৭২; আলবাহরুর রায়েক ৫/২৪৫; আদ্দুররুল মুখতার ৪/৪৩৩