Shaban-Ramadan 1435 || June-July 2014

মুহাম্মাদ হাবীবুল্লাহ - মির্জাপুর, টাঙ্গাইল

৩১৪৪. Question

কোনো কবর পুরাতন হয়ে গেলে তাতে কি নতুন করে আবার কোনো লাশ দাফন করা যায়? আমাদের একটি পারিবারিক কবরস্থান আছে। যা প্রায় ৬০ বছর পুরোনো। এখন সেটির প্রায় সব জায়গাই কবর দ্বারা ভরে গেছে। নতুন কোনো লাশ দাফন করার মতো অন্য কোনো জায়গাও নেই। এ অবস্থায় আমরা কি কবরস্থানটির পুরাতন কবরগুলোতে নতুন করে আবার কবর দিতে পারব? যদি অনুমতি থাকে তাহলে কখনো কোনো কবরে হাড্ডি পেলে সেগুলো কী করব? জানালে উপকৃত হব।


Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যে পুরাতন কবরের লাশ মাটির সাথে মিশে যাওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয় তা খনন করে সেখানে নতুল লাশ দাফন করা যাবে। কবর খনন করতে গিয়ে হাড় পাওয়া গেলে তা পৃথকভাবে দাফন করে দিবে। কিংবা খননকৃত কবরের একপাশে রেখে দিবে।

-ফাতহুল কাদীর ২/১০২; রদ্দুল মুহতার ২/২৩৩-২৩৪; রমযুল হাকায়েক ১/৬৭; আলবাহরুর রায়েক ২/১৯৫

Read more Question/Answer of this issue