Rajab 1435 || May 2014

মুহাম্মাদ কামাল আহমদ - হিলি

৩১০৫. Question

এক মহিলা কোনো কারণে মান্নত করেছিল যে, আগামী সপ্তাহে রোযা রাখবে। কিন্তু ঘটনাক্রমে ঐ সপ্তাহের শেষ দিকে তার মাসিক এসে যায়। যার কারণে শেষের দুই দিন সে রোযা রাখতে পারেনি। এখন তার  করণীয় কী? সে ঐ মান্নত কীভাবে পূর্ণ করবে?


Answer

উক্ত মহিলা পবিত্র হওয়ার পর ঐ রোযাটি রেখে নিবে। এতে তার মান্নত পুরা হয়ে যাবে।

-কিতাবুল আছল ২/১৬৯

Read more Question/Answer of this issue