Rabiul Akhir 1435 || February 2014

মুহাম্মাদ আবু আবদুল্লাহ - ঢাকা

৩০২১. Question

ক) আমার এক বোন আছে। কিছুদিন আগে তার বিয়ে হয়েছে। আমার আপন মা মারা গেছেন। এরপর আমার বাবা আবার বিয়ে করেছেন। জানতে চাই, আমার বোনের স্বামী আমার সৎ মার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি না?

খ) আমার বোন আমার নানীর আপন ভাইয়ের সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি না? আর আমার বউ কি নানীর ভাইয়ের সাথে দেখা দিতে পারবে?


Answer

ক) না, আপনার বোনের স্বামী আপনার সৎ মায়ের সাথে দেখা সাক্ষাত করতে পারবে না। তার সাথে পর্দা করা জরুরি।-কিফায়াতুল মুফতী ৫/৩৬; ইমদাদুল ফাতাওয়া ২/২৩৭

খ) আপনার বোন নানীর ভাইয়ের মাহরাম। তাদের দেখা সাক্ষাৎ করা জায়েয। কিন্তু আপনার স্ত্রী আপনার নানীর ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না।-ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩ 

Read more Question/Answer of this issue