আমার প্রতিবেশী ব্যবসায়ী রাজশাহীতে আম আনতে গেলে আমিও তাকে এক ট্রাক সমপরিমাণ আম কেনার জন্য টাকা প্রদান করি এবং একথা বলি যে, আম কেনার পর তোমাকে পৌঁছাতে হবে না। কারণ আমার লোক গিয়ে তা নিয়ে আসবে। অতঃপর সে আম ক্রয় করে বুঝে নেয় এবং আমার নামে রিসিটও কাটে। কিন্তু ঘটনাক্রমে আমার লোক আর যায়নি। এদিকে পাইকার বারবার ফোন দিয়ে আম নেওয়ার ব্যবস্থা করতে বলছিল। একপর্যায়ে আমি বিক্রেতাকে বলি যে, ভাই একটু কষ্ট করে আমগুলো ট্রান্সপোর্ট কোম্পানীর মাধ্যমে পাঠিয়ে দিন। অতঃপর সে তাই করে। কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে। তা হচ্ছে, আমার আম বোঝাই কার্গোটি পথিমধ্যে কঠিনভাবে এক্সিডেন্ট করে, ফলে আম আর পাওয়া যায়নি। হুজুরের কাছে জানতে চাচ্ছি যে, এ অবস্থায় পাইকারের কাছ থেকে কি আমি টাকা ফেরত পাব না? কারণ আমি তো আম হাতে পাইনি।