মুনিবুর রহমান - কেশবপুর, যশোর

৫৩৫৬. Question

আমরা পোল্ট্রি ফিডের ব্যবসা করি। বেশির ভাগই খামারিদের কাছে বাকি বিক্রয় করতে হয়। এ কারণে তাদের কাছে বাকি বিক্রয়ের সময় বলে দিই যে, ‘ডিম বা মুরগি সব আমাদের কাছেই বিক্রয় করতে হবে।তারা তা মেনে নেয়। এরপর আমরা এ ডিম ও মুরগী নিয়ে বাহিরের পার্টির কাছে বিক্রি করি। এক্ষেত্রে আমাদের একটি সুবিধা হল, সে সময় আমরা আমাদের পাওনা টাকা কেটে নিতে পারি। কারণ অন্য জায়গায় বিক্রয় করলে আমাদের টাকা পরিশোধ করতে দেরি করে।

জানতে চাই, আমাদের এই ক্রয়-বিক্রয় শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে কি না?

Answer

খামারির সকল ডিম বা মুরগি আপনাদের কাছেই বিক্রয়ের শর্তে ফিড বাকিতে বিক্রয় করা বৈধ নয়। কারণ ক্রয়-বিক্রয়ের সাথে অন্য কিছুর (সামঞ্জস্যপূর্ণ নয় এমন) শর্ত করা নাজায়েয। এর দ্বারা ক্রয়-বিক্রয় চুক্তি ফাসেদ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনÑ

لاَ يَحِلّ سَلَفٌ وَبَيْعٌ، وَلاَ شَرْطَانِ فِي بَيْع.

ঋণদাতার কাছে কোন কিছু বিক্রয়ের শর্তে ঋণ প্রদান করা বৈধ নয়। এবং (বিক্রয় চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন) শর্ত করে বিক্রয় করাও বৈধ নয়। (জামে তিরমিযী, হাদীস ১২৩৪; সুনানে আবু দাউদ, হাদীস, ৩৫০৪)

উল্লেখ্য, নিজেদের ঋণ আদায়ের স্বার্থে খামারিদেরকে তাদের পণ্য বিক্রয়ের তারিখে তা পরিশোধের শর্ত করে দেওয়া যেতে পারে। এজন্য তাদের উপর নজরদারীও করা যেতে পারে। এতে দোষের কিছু নেই।

Ñকিতাবুল আছল ২/৪৪০; খুলাসাতুল ফাতাওয়া ৩/৫০; বাদায়েউস সানায়ে ৪/৩৭৭; আলমুহীতুল বুরহানী ৯/৩৯৩; ফাতাওয়া হিন্দিয়া ৩/১৩৪; আদ্দুররুল মুখতার ৫/৮৪ হ

Sharable Link