মুহাম্মাদ শামসুল আরেফীন - ধানমন্ডি, ঢাকা

১৫২৫. Question

আমি কিস্তিতে দশ লক্ষ টাকার মাল কিনেছি। কিস্তির মেয়াদ পাঁচ বছর। প্রতি বছর দুই লক্ষ টাকা পরিশোধ করতে হবে। কিস্তির পূর্ণ টাকা পরিশোধ করার মতো অর্থ আমার কাছে আছে। তবে আমি ইচ্ছা করেছি, একবারে পরিশোধ না করে কিস্তিতেই পরিশোধ করব। প্রশ্ন হল, এক বছর অতিক্রান্ত হওয়ার পর কিস্তি আদায় করে যে টাকা অবশিষ্ট থাকবে তার সম্পূর্ণটার যাকাত দিতে হবে? নাকি কিস্তির অবশিষ্ট টাকা পরিমাণ বাদ দিয়ে বাকি অংশের যাকাত দিতে হবে?

Answer

যে সকল কিস্তির মেয়াদ যাকাত-বর্ষের পরে ধার্য করা হয়েছে সে সকল কিস্তির টাকা বিগত বছরের যাকাতযোগ্য সম্পদ থেকে বাদ যাবে না। তাই প্রশ্নোক্ত অবস্থায় যাকাতের বছরের কিস্তি (অনাদায়ী থাকলে তা) বাদ দিয়ে অবশিষ্ট সকল টাকার যাকাত আদায় করতে হবে।

-হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ১/৩৯১; জামেউর রুমুয ১/৩৫৫; রদ্দুল মুহতার ২/২৬০; ফাতাওয়া উছমানী ২/৭০

Sharable Link

মুহাম্মাদ আশরাফুজ্জামান - ঘাটাইল, টাঙ্গাইল

১৫২৬. Question

এ বছর আমার উপর প্রায় ৪৭,০০০/- টাকা যাকাত ওয়াজিব হয়েছে। আমি যাকাতের টাকা একটি নির্দিষ্ট মাদরাসার যাকাতফান্ডে দিয়ে থাকি। এবার মাদরাসার পক্ষ হতে আদায়কারী আমার কাছে এসে বলল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মাদরাসার অনেক টাকা ঋণ হয়ে গেছে। এ কারণে আপনি যদি আগামী বছরের যাকাতের কিছু টাকা অগ্রিম দিয়ে দেন তাহলে ভালো হয়। তার কথামতো আমি অগ্রিম ২০,০০০/- টাকা তাকে দিয়ে দিয়েছি।

প্রশ্ন হল, আগামী বছর যাকাত দেওয়ার সময় এই ২০,০০০/-টাকা ঐ বছরের অগ্রিম যাকাত হিসেবে গণ্য করা কি সহীহ হবে?

Answer

হাঁ। ঐ বিশ হাজার টাকা আগামী বছরের অগ্রিম যাকাত হিসেবে গণ্য করা যাবে।

-ফাতাওয়া খানিয়া ১/২৬৪; আদ্দুররুল মুখতার ২/২৯৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৬

Sharable Link