Zilqad 1434   ||   September 2013

দুআয়ে মাগফিরাত

গত ২০/৮/১৩ ঈ., ১২/১০/৩৪ হি. সোমবার দিবাগত রাতে হাফেজ্জী হুজুর রাহ.-এর বিশিষ্ট খলীফা ও মাক্কী নগর মাদরাসার (জামিআ আবু বকর রা.) প্রতিষ্ঠাতা ও মুহতামিম হযরত মাওলানা আলতাফ হুসাইন ছাহেব ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর থানার বড়াইপুর গ্রামে। তিনি হযরত মাওলানা ইদরীস কান্ধলভী রাহ.-এর শাগরিদ ছিলেন। জামিআ আশরাফিয়া লাহোরে তাঁর কাছে পূর্ণ বুখারী শরীফ পড়েছেন। এছাড়াও তিনি মাওলানা রসূলখান ছাহেব রাহ. ও আবদুল্লা দরখাস্তী রাহ.-এরও শাগরিদ ছিলেন।

তিনি বড়কাটারা মাদরাসা, নূরিয়া মাদরাসা, নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসা ইত্যাদিসহ নিজের প্রতিষ্ঠিত হিলফুল ফুযুল ও মাক্কী নগর মাদরাসায় ইলমের খিদমত আঞ্জাম দেন। আল্লাহ তাঁর সকল খেদমতকে সদকায়ে জারিয়া বানান এবং তাঁকে জান্নাতের আলা মাকাম নসীব করেন। আমীন। আগামী কোনো সংখ্যায় মাসিক আলকাউসারে তাঁর জীবনীর উপর নিবন্ধ ছাপার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

 

advertisement