Rajab 1434   ||   May 2013

০৮/০৬/৩৪ হি., ২০/০৪/১৩ ঈ., শনিবার

আজ মারকাযের হযরতপুর প্রাঙ্গণে প্রফেসর হযরত (প্রফেসর মুহাম্মাদ হামিদুর রহমান) দামাত বারাকাতুহুম তাশরীফ আনেন। তিনি আসাতিজা ও তলাবাদের মজলিসে বয়ান করেন। বয়ানের একপর্যায়ে বলেন, মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি বিজ্ঞানের মৌলবাদী ব্যবহার নামে একটি বই লিখেছে। অথচ এ লোক নিজেই বিজ্ঞান জানে না। আলেম ও দ্বীনদারদের গালি দেয়ার জন্যই সে এ বই লিখেছে। আল্লাহ এসব ব্যক্তি থেকে জাতীকে হেফাযত করুন। ষ

 

advertisement