Rajab 1434   ||   May 2013

৩০/০৫/৩৪হি., ১২/০৪/১৩ঈ., শুক্রবার

গতকাল জুমারাত (বৃহস্পতিবার দিবাগত রাতে) উযানীর হযরত কারী সাহেব রাহ. এর নাতি ও হযরত মাওলানা শামসুল হক রহ. এর ছাহেবযাদা হযরত মাওলানা মোবারক করীম (পীর সাহেব,উযানী) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মারকাযের আমিনুত তালীম দামাত বারাকাতুহুম মারকাযের সবাইকে নিয়ে তাঁর জন্য দোয়া করেন। আল্লাহ তাঁর সকল দ্বীনী খেদমত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসীব করুন। আমীন

 

advertisement