Rajab 1434   ||   May 2013

২০/০৫/৩৪ হি., ০২/০৪/১৩ ঈ., মঙ্গলবার

আজ মারকাযুদ দাওয়াহ্র (৩০/১২ পল্লবীর) নিকটতম প্রতিবেশী জনাব ড. সৈয়দ আনসার আহম্মেদ ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারকাযের সকলেই তার জানাযায় শরীক হয় ও তার জন্য মাগফিরাতের দুআ করে। তিনি ধার্মিক, সৎ ও পরোপকারী ছিলেন। তিনি বি সি এস আই আর-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার আলমডাঙ্গা থানায়। মারকাযের দেয়াল ঘেষেই তার বাসা। তিনি মারকাযের আসাতিজা তলাবাদের সাথে খুবই হৃদ্যতাপূর্ণ আচরণ করতেন। দেখা হলেই কাছে ডেকে মুসাফাহা করতেন, কথা বলতেন। তিনি সর্বদা মারকাযের কল্যাণ কামনা করতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসীব করুন। আমীন

 

advertisement