Jumadal Akhirah 1434   ||   April 2013

২৪/৪/৩৪ হি.,৭/০৩/১৩ ঈ., বৃহস্পতিবার

আজ আলকাউসারের সম্মানিত সহ-সম্পাদক মাওলানা যাকারিয়া আবদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম মারকাযের হযরতপুর প্রাঙ্গণে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। সিএনজি স্কুটার উল্টে তিনি মারাত্মকভাবে আহত হন। তাঁর বাম হাতের ভিতরের হাড় ভেঙ্গে যায়।  ভাঙ্গা গুরুতর হওয়ায় ডাক্তার অপারেশনের পরামর্শ দেন। গত ১৬-০৩-১৩ শনিবার লাল মাটিয়ার ‘‘ইয়া মাগাতা’’ হাসপাতালে তাঁর অপারেশন হয়।

পাঠকবৃন্দের নিকট আমরা তাঁর জন্য দুআর দরখাস্ত করছি, আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সিহ্হাত ও আফিয়াতের সাথে দ্বীনের খেদমত করার তাওফীক দান করেন। এই মুসিবতে তাঁকে উত্তম বিনিময় দান করেন। দুনিয়া-আখেরাতের কামিয়াবি নসীব করেন। আমীন।

হাসপাতালের বেডে বসেও তিনি দ্বীনের খেদমত অব্যহত রেখেছেন। আলকাসউারের জন্য লিখেছেন, সম্পাদনা করেছেন। কেউ গেলেই আলকাউসারের খোঁজ খবর নিয়েছেন। তাঁর করার মত আলকাউসারের কোন কাজ থাকলে সেখানে নিয়ে যেতে বলেছেন। আল্লাহ তাঁকে উত্তম বিনিময় দান করুন, বেশি থেকে বেশি দ্বীনের খেদমত করার তাওফীক দিন। 

 

advertisement