Muharram 1431   ||   January 2010

আলহামদুলিল্লাহ, মাসিক আলকাউসার এখন অন-লাইনে

আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে মাসিক আলকাউসারের ওয়েব-সংস্করণ চালু হয়েছে। পাঠকগণ এখন http://www.alkawsar.com ঠিকানায় তা দেখতে পাবেন ইনশাআল্লাহ। গত যিলহজ্ব ’৩০ হি. মোতাবেক ডিসেম্বর ’০৯ থেকে তা সবার জন্য উন্মুক্ত হয়েছে। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। বর্তমানে পত্রিকাটির বাংলা ভার্সন ওয়েবে পাওয়া যাচ্ছে। আন্তঃর্জাতিক পরিমণ্ডলে ইসলামের খেদমতের উদ্দেশ্যে আমরা আলকাউসারের ইংরেজি ভার্সন চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। গত দু’ মাসে বিশ্বের বহু দেশ থেকে আশাতীতভাবে সাইটটি ভিজিট হয়েছে।

এই আনন্দের মুহূর্তে আমরা আমাদের সকল লেখক, পাঠক, গ্রাহক, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের স্মরণ করছি এবং ওয়েব সাইট নির্মাণ ও পরিচালনায় যারা স্বতঃস্ফূর্তভাবে সময় ও শ্রম দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে জনাব সাঈদ আহমদ এবং জনাব এরশাদুল হক সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সকলের কাছে দুআ প্রার্থী।

 

advertisement