Zilhajj 1430   ||   December 2009

আহলে বাইত

উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালো রঙয়ের পশমী চাদর পরিহিত অবস্থায় ছিলেন। এমতাবস্থায় হাসান (রা.) এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এরপর হুসাইন এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও চাদরে ঢুকিয়ে নিলেন। এরপর এলেন ফাতিমা (রা.)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ঢুকিয়ে নিলেন। এরপর আলী (রা.) আগমন করলে তিনিও নবীজীর চাদরে ঠাঁই পেলেন। সবাইকে জড়িয়ে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, (তরজমা) আল্লাহ শুধু এই ইচ্ছাই করেন যে, তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করবেন। হে আহলে বাইত এবং তোমাদেরকে উত্তমরূপে পবিত্র করবেন। -সহীহ মুসলিম, মিশকাত পৃ. ৫৬৮

 

advertisement