Zilhajj 1433   ||   November 2012

একটি ভুল দরূদ : দরূদে হাজারীর ফযীলত

এক এলাকার গোরস্থানে প্রবেশের মুখেই দেখলাম বড় করে সাইনবোর্ড তৈরি করে অতি যত্নের সাথে দরূদে হাজারী নামে একটি দরূদ লিখে রেখেছে।

নিচে ফযীলত হিসেবে লেখা আছে, ‘কবরের নিকট গিয়ে এই দরূদ তিনবার পাঠ করিলে কবর ওয়ালার চল্লিশ বছরের কবরের আযাব মাফ হইয়া যাইবে।’ 

ধরনের দরূদ ফযীলতের কোনো ভিত্তি নাই। এছাড়া এতে না আছে দরূদের নূর, না আছে সাহিত্যের মাধুর্য; বরং এর ভাষায়ই রয়েছে কিছু অসৌজন্যমূলক শব্দ।

আমাদের উচিত ধরনের ভিত্তিহীন কথা বিশ্বাস না করা এবং মানুষকে সঠিক বিষয় জানানো। গোরস্থানের পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করে স্থলে কবর যিয়ারতের দুআ, যিয়ারতের আদাব, মৃত্যুর স্মরণ- জাতীয় আয়াত হাদীস লিখে দেওয়া যায়।

 

advertisement