Zilhajj 1433   ||   November 2012

আরেকটি ভুল ধারণা : ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি শুধু মৃত্যু সংবাদ শুনলে?

আল্লাহ তায়ালা কুরআন মাজিদে ধৈর্য্যশীল মুমিনের গুণাবলী বর্ণনা করে বলেন,

الذين اذا اصابتهم مصيبة قالوا انا لله وانا اليه راجعون.

 (অর্থ) তারা কোনো মুসিবতে অক্রান্ত হলে বলে,

انا لله وانا اليه راجعون

আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহ্র কাছেই ফিরে যাব। -সূরা বাকারা : ১৫৬

আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে, একজন মুমিন যে কোন ধরনের মুসিবত সামনে আসলেই

انا لله وانا اليه راجعون

বলবে। আল্লাহর ফয়সালা সমর্পিত চিত্তে মেনে নিবে।

অথচ অনেক মানুষ  মনে করেন যে,

انا لله وانا اليه راجعون

শুধু মৃত্যুসংবাদ শুনলে বলতে হয় ধারণা ঠিক নয়। হাদীস শরীফে  এসেছে হযরত উম্মে সালামা রা. বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, মুসলিম যখন কোনো মুসিবতে আক্রান্ত হয় এবং আল্লাহ তাকে যা বলতে বলেছেন তাই বলে, (অর্থাৎ)

اِنَّا ِللهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ، اَللّهُمَّ اأْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَاخْلُفْ لِيْ خَيْرًا مِنْهَا.

তখন আল্লাহ তাকে মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। -সহীহ মুসলিম, হাদীস ৯১৮

 

advertisement