Jumadal Ula 1430   ||   May 2009

এটি হাদীস নয়, কোনো হাদীসের বক্তব্যও নয় : হাদীসে কি ফুল কেনার প্রতি উৎসাহিত করা হয়েছে?

এটি হাদীস নয়, কোনো হাদীসের বক্তব্যও নয় : হাদীসে কি ফুল কেনার প্রতি উৎসাহিত করা হয়েছে?

জোটে যদি মোটে একটি পয়সা

খাদ্য কিনিও ক্ষুধার লাগি

দুটি যদি জোটে তবে

অর্ধেকে ফুল কিনে নিও

হে অনুরাগী!

 

-মহানবীর হাদীস অবলম্বনে

 

গুলশানের এক চৌরাস্তার মোড়ে একটি বিলবোর্ডে  এই পংক্তিগুলো দেখলাম।

মহানবীর হাদীস অবলম্বনে একথাটি যদি সেখানে না থাকত তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কিছু ছিল না।

আমাদের জানামতে এটা না কোনো হাদীস, না কোনো সহীহ হাদীস থেকে একথা বুঝা যায়।

এ জাতীয় বক্তব্যের কোনো হাদীস প্রচলিত ও নির্ভরযোগ্য কোনো হাদীসের কিতাবে আমরা পাইনি। 

 

advertisement