Jumadal Ula 1430   ||   May 2009

নামের ভুল উচ্চারণ : চন্দ্র পঞ্চম মাসের নামের সঠিক উচ্চারণ কী?

চন্দ্র মাসের পঞ্চম মাসের নাম জুমাদাল উলা এবং ষষ্ঠ মাসের নাম জুমাদাল উখরা, এই দুই নামের উচ্চারণের ক্ষেত্রে কেউ কেউ ভুল করে থাকেন। ভুল উচ্চারণগুলো নিম্নে পেশ করা হল :

ক) জুমাদিউল আওয়াল খ) জুমাদিউল উলা গ) জুমাদাল আওয়াল ঘ) জুমাদিউস ছানী ঙ) জমাদিউস ছানিয়া চ) জুমাদাস ছানী।

আরবীতে এই দুই মাসের উচ্চারণ তা-ই, যা উপরে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জুমাদাল উলা ও জুমাদাল উখরা।

 

advertisement