Jumadal Ula 1430   ||   May 2009

তাফসীর বিষয়ক একটি ভুল

আবাবিল কি কোনো বিশেষ পাখির নাম? যে সমস্ত পাখির দ্বারা কংকর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ তাআলা আসহাবুল ফীলকে ধ্বংস করে দিয়েছেন এবং কাবাকে রক্ষা করেছেন তাদের কথা সূরা ফিল-এ এসেছে। উক্ত আয়াত হল,

وارسل عليهم طيرا ابابيل

এই আয়াতের অর্থ হল, এবং আল্লাহ তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন।

এখানে আবাবীল শব্দটি ইববালা-এর বহুবচন, যার অর্থ ঝাঁকে ঝাঁকে, দলে দলে। উদ্দেশ্য হল, অনেক পাখি পাঠানো হয়েছিল।

সাধারণ মানুষ মনে করে যে, আবাবিল বলে ঐ পাখিগুলোর নাম বুঝানো হয়েছে। এ ধারণা ঠিক নয়। আসলে আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে।

এখন কথা হল, যে পাখি দ্বারা আসহাবুল ফিলকে ধ্বংস করা হয়েছে তা কী পাখির নাম ছিল? এ বিষয়ে কুরআনে কিছু বলা হয়নি এবং এ বিষয়ে ইতিহাসের বক্তব্যও বিভিন্ন ধরনের। 

 

advertisement