Jumadal Akhirah 1430   ||   June 2009

তরজমার ভুল : إن أولياءه إلا المتقون এর অর্থ কী?

পূর্ণ আয়াত সামনে না রাখার কারণে অনেককে দেখা যায় তারা উপরোক্ত আয়াতের তরজমা এভাবে করেন, ‘শুধু মুত্তাকীরাই হল আল্লাহর ওলী।এতে কোনো সন্দেহ নেই যে, তাকওয়া পরহেযগারী ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। কুরআন মজীদে আল্লাহর ওলীদের পরিচয় দেওয়া হয়েছে এভাবে-

الذين آمنوا وكانوا يتقون

অর্থাৎযারা ঈমান এনেছে তাকওয়া অবলম্বন করেছে।

অতএব ঈমান তাকওয়ায় যে যত উঁচু মাকাম অর্জন করবে সে তত বড় ওলী। কিন্তু উপরোক্ত আয়াতাংশে এই বিষয়ে বলা হয়নি। পূর্ণ আয়াত তেলাওয়াত করলে পরিষ্কার দেখা যাবে, এর অর্থ হচ্ছে-‘‘একমাত্র মুত্তাকীরাই মসজিদে হারামের অভিভাবক।’’ অর্থাৎ মুশরিকদের কোনো অধিকার নেই মসজিদে হারামের কর্তৃত্বগ্রহণ করার এবং মুমিনদেরকে প্রবেশে বাধা প্রদান করার। এই মসজিদের উপর তো তাদের কোনো অধিকার নেই। একমাত্র মুত্তাকীরাই অর্থাৎ তাওহীদে বিশ্বাসী তাকওয়ার অনুসারী লোকেরাই এই মসজিদের অভিভাবক।

আয়াতের পূর্বাপর লক্ষ না করে মধ্য থেকে একটি অংশ তুলে নিয়ে তরজমা তাফসীর করতে থাকলে ধরনের ভুল হয়। কুরআন মজীদের বিষয়ে এটা খুবই অসতর্কতা, যা পরিহার করা উচিত। #

 

advertisement