এটা হাদীসের দুআ নয়
‘মুনাজাতে মকবুল’ (হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহ. কর্তৃক সংকলিত)-এর কোনো কোনো সংস্করণের শেষে একটি দুআ ছাপা আছে। যার শিরোনাম হচ্ছে, ‘দুআয়ে ইব্রাহীম’ এবং এটি প্রত্যেক জুমায় সকাল-সন্ধ্যা পড়তে বলা হয়েছে।
অনেকেই ‘মুনাজাতে মকবুল’-এর দুআগুলির ন্যায় এটাকেও হাদীসে উল্লেখিত দুআ মনে করেন। কিন্তু প্রকৃত বিষয় তা নয়। না এটা কোনো মা’ছূর দুআ, আর না হযরত ইব্রাহীম আ.-এর সাথে এই দুআর কোনো সম্পর্ক আছে। আর এটা ‘মুনাজাতে মকবুল’-এর অংশও নয়। কোনো প্রকাশক এটাকে কিতাবের সাথে ছেপে দিয়েছে। কেন, কীভাবে এটা ইব্রাহীম আ.-এর নামে নামকরণ করা হল তারও কোনো সূত্র নেই।