Rajab 1430   ||   July 2009

একটি ভুল মাসআলা : বিধবার অন্যত্র বিবাহ হলে সে কি পূর্বের স্বামীর মীরাস থেকে বঞ্চিত হয়?

কারো কারো ধারণা যে, স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর যে মীরাস পায় তার জন্য শর্ত হল, অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া। যদি কোথাও বিয়ে করে তাহলে সে পূর্বের স্বামীর মীরাস পাবে না। নাউযুবিল্লাহ!

মনে রাখবেন, এটা সম্পূর্ণ জাহেলী চিন্তা! স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলেই সে মীরাসের হকদার হয়ে যায়। তার অন্যত্র বিবাহ হোক বা না হোক তাতে তার মীরাস প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে না। এ কারণে কোনো মহিলাকে মীরাস থেকে বঞ্চিত করা হলে তা হবে বড় ধরনের কবীরা গুনাহ। এটা একদিকে তার পাওনা আত্মসাৎ করা অপরদিকে শরীয়তের বিকৃতি সাধন।

আমাদের দেশে স্বামীর মৃত্যুর পর বিধবাদের সঙ্গে বিবাহের ব্যবস্থা না করা একটি জাহেলী নিয়ম। এর এখন আরো বড় যুলুম যোগ হয়েছে যে, অন্যত্র  বিবাহের কারণে তাকে মীরাস থেকে বঞ্চিত করা হয়।

لا حول ولا قوة إلا بالله العظيم

স্মরণ রাখবেন, যাদের তত্ত্বাবধানে কোনো বিধবা রয়েছে তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হল, বাস্তব কোনো ওযর না থাকলে (সামাজিক প্রতিবন্ধকতা কখনোই কোনো ওযর নয়) তার বিয়ের ব্যবস্থা করা। এতে বিভিন্ন উপকারিতার পাশাপাশি মৃত সুন্নত যিন্দা করার ছওয়াবও হাসিল হবে। 

 

advertisement