Rabiul Akhir 1433   ||   March 2012

ভূমি ও ভূখন্ড আল্লাহর দান

ইবনে নসীব

 

আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। এই ভূমি, এই আকাশ তাঁরই সৃষ্টি। তিনিই আমাদের সুযোগ দিয়েছেন এই ভূমিতে বসবাসের। তাই তাঁর শোকরগোযারি করা ভূমিবাসীর কর্তব্য। যুগে যুগে এই সত্যের দিকেই নবীগণ আহবান করেছেন মানবজাতিকে।

হযরত হূদ আ. ছিলেন কওমে আদের নবী। তিনি তাদেকে বলেছেন, (তরজমা) এবং স্মরণ কর, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিক বলিষ্ঠ ও হৃষ্টপুষ্ট করেছেন। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, তাহলে তোমরা সফল হবে।-সূরা আরাফ (৭) : ৬৯

তিনি আরো বলেছিলেন, (তরজমা) হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর, অতপর তার দিকেই প্রত্যাবর্তন কর। তিনি তোমাদের উপর প্রচুর বারি বর্ষণ করবেন এবং আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। তোমরা মুখ ফিরিয়ে নিও না আপরাধী হয়ে।-সূরা হূদ (১১) : ৫২

হযরত ছালেহ আ. ছিলেন কওমে ছামূদের নবী। তিনি তাঁর কওমকে সম্বোধন করে বলেছেন, (তরজমা) স্মরণ কর, আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে ভূমিতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছ। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।-সূরা আরাফ (৭) : ৭৪

অন্যত্র আছে, (তরজমা) আমি ছামূদ জাতির নিকট তাদের ভাই ছালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়। তোমরা আল্লাহর ইবাদত কর। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা কর অতপর তাঁর দিকেই প্রত্যাবর্তন কর। নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটে, তিনি আহবানে সাড়া দেন।-সূরা হূদ : ৬১

আল্লাহর নবীগণ তাদের কওমকে যে সত্যের দিকে আহবান করেছিলেন তাতেই ছিল তাদের কল্যাণ ও প্রাচুর্য। যাঁরা সে সত্য গ্রহণ করেছেন তারা কল্যাণ ও প্রাচুর্য লাভ করেছেন। পক্ষান্তরে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারা শুধু কল্যাণ থেকেই বঞ্চিত হয়নি, আল্লাহর গযবে নিপতিত হয়ে ভূ-পৃষ্ঠ থেকেই বিলুপ্ত হয়ে গেছে।

এই সকল বিবরণ কুরআন মজীদে এজন্যই দেওয়া হয়েছে যেন মানুষ চিন্তা করে এবং আল্লাহর আযাবকে ভয় করে।

আল্লাহর খলীল হযরত ইবরাহীম আ. পবিত্র নগরী মক্কা মুকাররমার জন্য যে দুআ করেছিলেন, আল্লাহ যেন সেই দুআর কিছু বরকত আমাদের এই ভূ-খন্ড এবং মুসলিম জাহানের অন্যান্য ভূ-খন্ডেও দান করেন।

হযরত ইবরাহীম আ. দুআ করেছিলেন, (তরজমা) হে আমার পালনকর্তা! এই নগরীকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমা-পূজা থেকে দূরে রাখুন।

হে আমার পালনকর্তা! এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সে-ই আমার দলভুক্ত। আর যে আমার অবাধ্য হবে তো তুমি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।-সূরা ইবরাহীম (১৪) : ৩৫-৩৬

 


 

 

advertisement